তোয়াকুল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৬:৫০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা দিলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তার সীমাহীন অনিয়ম-দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী করেছেন ভুক্তভোগীরা।
১০ সেপ্টেম্বর সহকারী কমিশনার ভূমি বরাবরে বাচ্চু মিয়ার দেয়া আবেদনে বলা হয়, উক্ত কর্মকর্তা ভূমি উন্নয়ন কর প্রদানে জনসাধারণের হয়রানি, যথাসময়ে অফিসে না আসা, দালাল দিয়ে অফিসের কার্যক্রম চালানো, খতিয়ান নিবন্ধনে টাকা গ্রহণ, কম রেইটের খাজনা বেশী রেইটের ধাপে সমন্বয় করে অতিরিক্ত টাকা দাবী, ৩০ হাজার টাকা খাজনা দিলে রশিদ দেয়া হয় ৬ হাজার ৩৭০ টাকার, নামজারী প্রতিবেদন পাঠাতে দুই থেকে ৮ হাজার, রেকর্ড সংশোধনে ৫/৭ হাজার না দিলে ফাইল পড়ে থাকে। তিনি কামরুল নামের একজনকে তার অফিসে রেখেছেন, তার সাথে যোগাযোগ করতে হয় সেবা গ্রহীতাদের।
অনুরূপ অভিযোগ করেছেন ময়না মিয়া নামে আরও একভুক্তভোগী। তারা বলেন, তার নানা অনিয়ম দুর্নীতিতে আমরা অতিষ্ঠ। এ ব্যাপারে জানতে চাইলে ভূমি উপসহকারী কর্মকর্তা দিলোয়ার হোসেন বলেন, অভিযোগগুলো মিথ্যা। তবে দালাল কামরুলের বিষয়ে বলেন সে অফিসের কেউ নয় এমনি মাঝে মাঝে আসে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ওমর ফারুক অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।






