শাবিপ্রবির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩০:০৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বার্ষিক প্রতিবেদন হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি। এর মাধ্যমে শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রমসহ এক বছরে সম্পন্নকৃত কাজ ও চলমান উদ্যোগগুলো প্রতিফলিত হয়। যারা নিষ্ঠার সঙ্গে প্রতিবেদনটিতে কাজ করেছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, সবার পরিশ্রমে কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যারা এই দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, যদিও এটি একটি রুটিন কাজ, তবুও যারা প্রতিবেদন প্রণয়নে ভূমিকা রেখেছেন তাদের ধন্যবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, বার্ষিক প্রতিবেদন সম্পাদনা ও প্রকাশনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, কমিটির সদস্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কমিটির সদস্য অধ্যাপক মুহ. মিজনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, কমিটির সদস্য উপ রেজিস্ট্রার নঈম উদ্দিন আহমেদ, কমিটির সদস্য সচিব উপ রেজিস্ট্রার মোহাম্মদ গিয়াস উদ্দিন খান প্রমুখ। বিজ্ঞপ্তি






