ছাতকে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৪:৫৭ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার সর্বস্তরের সচেতন জনগণ, গোবিন্দগঞ্জ হকার ব্যবসায়ী সমিতি, অটোবিকশা শ্রমিক ইউনিয়ন, ক্ষুদ্র ব্যবসায়ী সমরায় সমিতি, জেলা হিউম্যান হিলার শ্রমিক ইউনিয়ন ও কৃষক সমাজসহ পাঁচটি সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
গোবিন্দগঞ্জ মৎস্য সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মতিউর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। বক্তারা অভিযোগ করেন, ধানক্ষেতে শুটিং ও বালু–পাথর সিন্ডিকেটের কাছ থেকে বড় অংকের অর্থের বিনিময়ে সময় টিভির স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম ইউএনওকে জড়িয়ে মানহানিকর ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছেন। তারা বলেন, প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ সম্প্রচার করা নৈতিক সাংবাদিকতার পরিপন্থী এবং প্রশাসন ও সাংবাদিকতার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।
বক্তারা আরও অভিযোগ করেন, উপজেলার কিছু ঠিকাদার বিভিন্ন উন্নয়ন কাজ না করেও কোটি কোটি টাকার বিল তুলতে না পেরে ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। সম্প্রতি বালু চুরির সময় ধরা পড়া এক ব্যক্তিকে কৃষক সাজিয়ে অপপ্রচার চালানোও সেই ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে বক্তাদের অভিযোগ। মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসাথে তারা প্রশাসন ও গণমাধ্যমের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “সত্য সংবাদ জাতির পথপ্রদর্শক, অপপ্রচার নয়।”






