মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩:৫৭ অপরাহ্ন

সুলায়মান আল মাহমুদ , মিশিগান, যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের নান্দনিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে । রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে সেন্টার লাইন শহরের মেমোরিয়াল পার্কে মনোমুগ্ধকর আয়োজনে উক্ত বনভোজন অনুষ্ঠিত হয়।
মিশিগানে বসবাসরত গ্রেটার জৈন্তিয়ার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এই বনভোজনের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদের নিয়ে বনভোজনের উদ্বোধন করেন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ।
সিলেটের গ্রেটার জৈন্তিয়ার প্রবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানমঞ্চে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজ।
ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্য ছিল ক্রীড়া প্রতিযোগিতার নানা আয়োজন। এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আতিকুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সুপারিনটেনডেন্ট অব ফিজারেল স্কুল এলিজাবেথ জেনিসন, কমিউনিটি লিডার নাজমুল ইসলাম শাহীন, ওয়ারেন সিটি অব রিভিউ ভাইস চেয়ার ফয়সল আহমদ, সাবেক কাউন্সিলম্যান নাইম চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব রেবেকা ইসলাম, প্রফেসর ড. মো: রফিক উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো: আনোয়ার হোসেন, মোস্তফা আনোয়ার, মইন উদ্দিন, লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল, লুৎফুর রহমান, ফিটজারেল হাই স্কুল বোর্ডের ট্রাস্টি ড. খাজা শাহাব আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট এসোসিয়েশনের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ বাবুল, সাধারণ সম্পাদক এড. দীপক চৌধুরী, বর্তমান সভাপতি নজরুল ইসলাম বদরুল, সাধারণ সম্পাদক তরিক উদ্দিন, গ্রেটার জৈন্তার সাবেক সভাপতি ওয়ালীউর রহমান, সফিকুর রহমান, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের চেয়ারম্যান মো: আব্দুল খালেক, কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমদ, জৈন্তাপুর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি এলামনাইয়ের সভাপতি সৈয়দ মইন দীপু, কাজী এবাদুল ইসলাম, নজরুল ইসলাম, জিনাত বেগম , মিলটন বডুয়া, মিসেস মিলটন, রতন বডুয়া, সাহেদ আহমদ, কর্নেল হাসান, জসিম, মুরাদ, এড. সালাউদ্দিন, শাব্বির খান, সইফ উদ্দিন ভূইয়া, কাজী এবাদুল ইসলাম ও নজরুল ইসলাম প্রমুখ।
বনভোজনে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বনভোজন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।







