মালয়েশিয়ার স্বদেশী হত্যায় চার মায়ানমার নাগরিক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫২:০২ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে পৃথক অভিযানে হত্যা ও মাদকবিরোধী ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেলান্তানের গুয়া মুসাংয়ের সোনচং খামারের শ্রমিক কোয়ার্টারে স্বদেশীকে হত্যার অভিযোগে এক বিবাহিত দম্পতিসহ চার মায়ানমার নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। কেলান্তান পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ মামাত জানান, ৩০ থেকে ৪৬ বছর বয়সী সন্দেহভাজনদের মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর থেকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, কেলান্তান অপরাধ তদন্ত বিভাগের একটি দল মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে উলু গালাস স্থায়ী বন সংরক্ষণাগারে অভিযান চালিয়ে তিন পুরুষ ও একজন মহিলাকে গ্রেপ্তার করে।
তদন্তে জানা গেছে, ঈর্ষাজনিত কারণে হত্যাকা-টি ঘটতে পারে। ভুক্তভোগীর বয়স আনুমানিক ত্রিশের ঘরে, সন্দেহভাজনদের একজনকে আলিঙ্গন করেছিলেন বলে অভিযোগ। এতে ক্ষিপ্ত হয়ে চারজনই চাপাতি দিয়ে আক্রমণ চালান, যা তার মৃত্যুর কারণ হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে চার সন্দেহভাজনই বৈধ ভ্রমণ নথি প্রদর্শনে ব্যর্থ হন।
অন্যদিকে, গত ১০ সেপ্টেম্বর কেলান্তানের মুকিম পাউহ পাঞ্জি এলাকায় এক অভিযানে প্রায় ১.৬ মিলিয়ন রিঙ্গিত মূল্যের ইয়াবা ট্যাবলেট ও কেতুম পাতা জব্দ করেছে পুলিশ। একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯ থেকে ৬০ বছর বয়সী এক পুরুষ ও দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়। সেখানে থেকে ১২.০২ কেজি ওজনের ইয়াবা ট্যাবলেটভর্তি ১৮টি হলুদ প্যাকেট এবং ১৫০টি প্লাস্টিক প্যাকেট উদ্ধার করা হয়, যেগুলোতে কেতুম পাতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।