ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা!
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:০২:০২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরেই আয়োজন হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার বাংলা একাডেমির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিষয়টি জানান।
তিনি বলেন, ‘যেহেতু জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেহেতু বইমেলা কখন হবে, এটি নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। ডিসেম্বরে হওয়া নিয়ে বেশ কথা হচ্ছে। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।






