ইসির জোরেশোরে প্রস্তুতি : ৭০ শতাংশ নির্বাচনসামগ্রী কেনা শেষ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০:২২ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ফেব্রুয়ারিতেই নির্বাচন। প্রধান উপদেষ্টার এই প্রত্যয়কে সঙ্গী করে এগিয়ে চলেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক এই সংস্থাটির প্রস্তুতি পুরোদমে চলছে। এরই ধারাবাহিকতায় নির্বাচন সামগ্রীর মূল কেনাকাটা চলতি সেপ্টেম্বরে শেষ হচ্ছে। ইতোমধ্যে ৭০ শতাংশ কেনাকাটার কাজ শেষ হয়েছে।হস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বেশ কিছু সরঞ্জাম এসেছে। ইতোমধ্যে ৭০ শতাংশ কেনাকাটার কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে চাহিদা অনুযায়ী সব সামগ্রী পৌঁছে যাবে।
ইসির প্রস্তুতিকে আরো এগিয়ে দিচ্ছে সরকার। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান-সংশোধন) অধ্যাদেশ-২০২৫-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৪৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এটির উদ্যোক্তা লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ। সেই সঙ্গে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান-সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা আনতে কমিশনের প্রস্তাবিত এ দুটি আইন সংস্কারের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
এদিকে, সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে বলে জানান ইসি সচিব। দুটি বিধি-বিধান সংশোধনের বিষয়ে আখতার আহমেদ বলেন, আজকে দুটো আইনের সংশোধনের বিষয়টা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছেন। এটার বিস্তারিত ব্যাখ্যা আমি বলব না। কারণ, এটা ওনাদের প্রাধিকার। আমাদের প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তথ্য সচিব যিনি আছেন, উনারা ব্রিফ করবেন। কাজেই এটা ওনার কাছ থেকেই আসুক তারপরে আমরা না হয় স্পেসিফিক কোন প্রশ্ন থাকলে আমি সেটার উত্তরটা দিব।
সচিব বলেন, আপনারা জানেন যে, আমরা এবার তিনবার ভোটার তালিকা হালনাগাদ করব। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আমরা আরেকটা ভোটার তালিকা করব। এখন যে দ্বিতীয় ভোটার তালিকাটা ছিল, সেটা এখন মাঠ পর্যায়ে পর্যালোচনায় আছে। কারো কোন আপত্তি থাকলে সেই সংশোধনের জন্যে।
নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজনের সঙ্গে সংলাপ সূচি নির্ধারণ আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলে জানান ইসি সচিব।ইসি সূত্র বলছে, ২২টি নিবন্ধন আগ্রহী দলের সরেজমিন তদন্ত শেষ হয়েছে। তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের আবেদন করেছে এবং সেপ্টেম্বরের শেষে অংশীজনের সঙ্গে সংলাপের কথা রয়েছে।
সিইসি কানাডা সফর শেষে দেশে ফিরেছেন বৃহস্পতিবার। আগামী রোববার-সোমবার কমিশন সভা হতে পারে। কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা করে দল নিবন্ধন চূড়ান্ত, সংলাপ শুরুর নির্ধারিত তারিখ এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত হবে।
সীমানা নির্ধারণ হয়েছে ৩০০ আসনের। এরই মধ্যে সংক্ষুব্ধ অনেকে আদালতে রিট করেছে। এমন পরিস্থিতিতে আদালতের দিকে তাকিয়ে আছে ইসি।সীমানা নির্ধারণের বিষয়ে আইনে বলা হয়েছে, ইসির সিদ্ধান্তের বিষয়ে কোনো আদালত ও কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা যাবে না। বাগেরহাট, ফরিদপুরে বিক্ষোভ হয়েছে। আদালতে অন্তত ১৮টি রিট হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয় এখন কথা বলা সমীচিন হবে না। সীমানা নির্ধারণের বিষয়ে আইনে যেমন সীমাবদ্ধতার কথা বলা হয়েছে, তেমনি আদালতে যাওয়ার নাগরিক অধিকারও সবার। সেক্ষেত্রে সার্বিক বিষয়ে আদালতের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন।
প্রবাসী ভোটের জন্য আসছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ
সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা জানান।
ইসির সিনিয়র সচিব বলেন, নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটারসহ দেশের ভেতরে সরকারি কর্মকর্তা, ভোটে নিয়োজিত কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নিবন্ধিত ব্যক্তিদের নির্ধারিত পদ্ধতিতে যথাসময়ে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর পর ভোট দিয়ে দেশে ফেরত আনা হবে। তবে কোনো প্রবাসী নিবন্ধন করার পর দেশে এসে ভোট দিতে পারবেন না।
পোস্টাল ভোট বিডি নামের অ্যাপটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, কবে নাগাদ নিবন্ধনপ্রক্রিয়া শুরু হবে, তা পরে জানানো হবে। এ ছাড়া ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার কবে পাঠানো হবে ও প্রবাস থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসবে—তা তফসিলের ওপর নির্ভর করছে। সে জন্য পরে বিস্তারিত গণমাধ্যমে জানানো হবে।
এদিকে, ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সঙ্গে ইসির বৈঠক রোববার অনুষ্ঠিত হবে। ইইউ পর্যবেক্ষণ টিম মধ্য সেপ্টেম্বরে দেশে আসার কথা ছিল। সে ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠক করবে তারা। প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দলের তিনজন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকার কথা।