সিলেট সীমান্তে বিজিবির কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৫:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতি ও শুক্রবার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, বিছনাকান্দি, ডিবিরহাওর, সোনারহাট, কালাসাদেক এবং কালাইরাগ বিওপি কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় গরু, টি শার্ট, ট্রাউজার, পিয়াজ, টমেটো, পান, বিড়ি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেট নগরীর নাইওরপুল এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম, নিভিয়া বডি লোশন আটক করে। পৃথক অভিযানে জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়েছে। আটককৃত পণ্যের বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।