শান্তিগঞ্জ সমিতি সিলেটের রক্তদান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩২:১৯ অপরাহ্ন
জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে ও রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে শনিবার মুজিব জাহান রেডক্রিসেন্টের সিলেট অফিসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এসময় শান্তিগঞ্জ সমিতি সিলেটের পক্ষ থেকে স্বেচ্ছায় বেশ কয়েকবেগ রক্ত দান করা হয়। স্বেচ্ছায় রক্তদান করেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপন, মুজিব জাহান রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহিদুর রহমান চৌধুরী, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সিনিয়র সহ সভাপতি হযরত আলী তালুকদার, সহ সভাপতি এম. সুয়েব আহমদ, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য শিহাব খান, যুগ্ম সম্পাদক ফারেছ আহমদ বশির, ডা: সাইকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভুঁইয়া, শামসুল ইসলাম সপ্তাব, আমির উদ্দিন শিহাব, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক ও এমসি কলেজ যুব রেডক্রিসেন্ট এর দলনেতা রাজিব হোসাইন, সহ দপ্তর সম্পাদক রাফি নুর মিজান, সিনিয়র সদস্য আতাউর রহমান, সুহাগ ভুইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি