কোম্পানীগঞ্জে মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪২:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এসব মদ জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হলেও আরেকজন পালিয়ে যায়। এসময় ৮০০ বোতল বিদেশী মদ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-পরিদর্শক মো. মামুনার রশিদ ও বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং পার্টি কোম্পানীগঞ্জ থানাধীন কোম্পানীগঞ্জ গ্রামের একটি বসতঘরে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের মৃত শরিয়ত আলীর ছেলে তুরাপ আলীকে (৪৫) আটক করা হয়। তবে একই গ্রামের গৌখালের পাড় এলাকার আরেকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অভিযান শেষে উদ্ধারকৃত ৮০০ বোতল ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়। পরবর্তীতে আটককৃত তুরাপ আলীকে এজাহার দায়েরের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৭টায় কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ বলেন, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮০০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৫৬ হাজার টাকা। মাদক নির্মূলে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।