জগন্নাথপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৫:০৪ অপরাহ্ন
“মুমূর্ষু রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে”-এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার ইসহাকপুরে সেচ্ছায় রক্তদান যুবসংঘ এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও স্থানীয় লোকজনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উপজেলার রতিয়ার পাড়া বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে রতিয়ার পাড়া বাদশা মিয়া সঃ প্রঃ বিদ্যলয়ের শিক্ষার্থীরা এবং এলাকার লোকজন বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।
সেচ্ছায় রক্তদান যুব সংঘের তরুণ সেচ্ছাসেবীদের উদ্যোগে এবং এলাকার প্রবাসী সদস্যদের অর্থায়নে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
সার্বিক তত্বাবাধনে ছিলেন- ফাহিম আহমেদ, সাহেল মিয়া, সুয়াজুল ইসলাম, মুক্তাজুল ইসলাম, আফজাল মিয়া, মোঃ আব্দুল সাহিদ, আশরাফুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সেচ্ছাসেবী।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেচ্ছায় রক্তদান যুব সংঘ” সংগঠনটি খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো। স্বাগত বক্তব্য রাখেন তরুণ সেচ্ছাসেবী মোঃ আব্দুল সাহিদ, আফজাল মিয়া।
বক্তারা বলেন, ”সেচ্ছায় রক্তদান যুব সংঘ” যার একমাত্র লক্ষ্য মানব সেবা। রক্তদানে ভয় নয়,রক্তদান মানুষের সাথে মানুষের রক্তের সম্পর্ক তৈরী করে। সংগঠনটি প্রবাসী ও দেশে অবস্থানকারী তরুণদের নিয়ে মানবসেবা করার জন্যই গড়া। যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হয়। গ্রামের লোকজন ও স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীর অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। বিজ্ঞপ্তি