মাথিউরায় ড. এনামের মতবিনিময় ও উঠান বৈঠক
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৬:০৭ অপরাহ্ন
বিয়ানীবাজার মাথিউরা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট- ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মাথিউরা বাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এরপর তিনি মাথিউরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত উঠান বৈঠকে অংশ নেন। শেষ পর্যায়ে তিনি বিয়ানীবাজার উপজেলার বাহাদুর গ্রামে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
পৃথক কর্মসূচীতে বিয়ানীবাজার উপজেলা, মাথিউরা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পৃথক গণসংযোগ, লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনর, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নজমুল হোসেন পুতুল, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল ফাত্তাহ বকশি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিএনপি নেতা আলী হাসান, সেলিম মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, মুজিবুর রহমান, মাথিউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মুজিবুল মাস্টার, মুরব্বী ফারুক রেদোয়ান, বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন প্রমূখ।
পৃথক গণসংযোগ, লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও মতবিনিময় সভায় ড. এনামুল হক চৌধুরী বলেন, সিলেট-৬ আসনটি দীর্ঘদিন থেকে অবহেলিত। আমি কুশিয়ারা পাড়ের সন্তান হিসেবে এই জনপদের কল্যাণে কাজ করতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে আমি কাংখিত উন্নয়নের মাধ্যমে এই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাকে একটি মডেল জনপদে পরিনত করবো। বিজ্ঞপ্তি