নগরজুড়ে তীব্র যানজট
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শনিবার নগরজুড়ে ছিল তীব্র যানজট। বিশেষ করে বিকেলের দিকে সেই যানজট চরম আকার ধারণ করে। গাড়ির অস্বাভাবিক চাপ, এলোমেলো পার্কিং আর রাস্তায় হকারদের অবস্থানের কারণেই এ যানজট। এর ফলে দুর্ভোগে পড়েন মানুষ।
সরেজমিন নগরের ব্যস্ততম বন্দরবাজার, জিন্দাবাজার ঘুরে দেখা গেছে, একদিকে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তে এসে সরগরম পুজোর বাজার। বাজার ঘিরে বাড়তি লোকজনের আনাগোনা আর অতিরিক্ত গাড়ির চাপ ও হকারের দখলে ফুটপাত-রাস্তা মিলে রাস্তায় বাহনের চাকা যেন থমকে গিয়েছিল সময়ে সময়ে। এমনকি বিকেলে বন্দরবাজার- সোবহানীঘাট সড়কে খোদ এসএমপি কমিশানরকেও গাড়ি নিয়ে যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা গেছে। বৈধ-অবৈধ অস্বাভাবিক যানবাহনের চাপ সামলাতে ট্রাফিক পুলিশকে হিমশিত খেতে হয়েছে। প্রয়োজনের তুলনায় কম জনবলের কারণে অনেক সময় তাদেরকে অসহায়ত্ব প্রকাশ করতে দেখা যায়।
শনিবার বিকেলের দিকে সরেজমিন দেখা যায় নগরীর কোর্ট পয়েন্ট টু চৌহাট্টা, কোর্ট পয়েন্ট টু সোবহানীঘাট এবং কোর্ট পয়েন্ট টু তালতলা সড়কে স্বাভাবিক ভাবে যান ও পথচারী চলাচলের কোনো পরিবেশই নেই।
পুরো রাস্তার অর্ধেক ও ফুটপাত ছিল হকারদের দখলে। এরবাইরে বড়ো একটি অংশ সিএনজিচালতি অটোরিকশা দখল করে নিয়েছিল। অবশিষ্ট যে অংশ ছিল তা দিয়ে বাহন ও পথচারীদের ভাগাভাগি করে চলতে হচ্ছিল। ফলে পুজোর বাজার করতে আসা লোকজন এবং নিত্যদিন এই পথগুলো ব্যবহার করা মানুষদের ভোগান্তি ও বিড়ম্বনার শেষ ছিল না।