সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৩:০১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বালু-পাথর লুট রোধে ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটন কেন্দ্র পর্যন্ত শুধু পর্যটকবাহী নৌকা চলাচলের নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক বছরের কারাদ- দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, শুক্রবার বিকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হচ্ছে। নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। অন্য কোনো ধরণের নৌকা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
দীর্ঘদিন ধরে ধলাই সেতুর আশপাশে বালু উত্তোলন এবং সাদাপাথর এলাকা থেকে পাথর লুট চলছিল। বালু ও পাথর লুট বন্ধে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ তার ফেইসবুক পেইজে নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন এবং জানিয়েছেন, যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও রবিন মিয়া জানান, “সেতুর পাশ থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অনৈতিক কর্মকা- আমাদের পর্যটনকেন্দ্র ও পরিবেশ রক্ষা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে।”
প্রশাসন আশা করছে, নতুন নির্দেশনা কার্যকর হলে সাদাপাথর এলাকা ও ধলাই সেতুর আশপাশে বালু-পাথর লুট বন্ধ হবে এবং পর্যটকদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে।