যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৮:৫৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতা-কর্মীকে যে কোন মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে কোন ষড়যন্ত্র সফল হতে পারবে না। শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তারেক রহমান বলেন, জনগণই বিএনপির শক্তি। তাই জনগণের ভালবাসা ও আস্থা অর্জন করতে হবে। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে। জনগণ কি চায় শুনতে হবে। তিনি বলেন, আগামীতে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।