নিউইয়র্কে আখতারের ওপর হামলায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৫:৩৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া শাখা। এ ছাড়া এ ঘটনায় মালয়েশিয়াস্হ বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপিও প্রদান করে সংগঠনটি। মঙ্গলবার সংগঠণের সভাপতি মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে হাইকমিশনে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারি আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্র সফরে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এ ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয় বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ।
স্মারকলিপিতে বলা হয়, বিদেশি মাটিতে আওয়ামী লীগের এ ধরণের সন্ত্রাসী হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয় বরং বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও হুমকিস্বরূপ। অবিলম্বে এ ঘটনার কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি ।







