উপশহরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৪:৪৩ অপরাহ্ন

সিলেটের শাহজালাল হাউজিং এস্টেট উপশহরে বন্যার সময় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে জরুরী প্রদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে শাহজালাল হাউজিং এস্টেট (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশন। সম্প্রতি লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। পাশাপাশি চুরি-ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, কবরস্থান নির্মাণ, ফায়ার স্টেশন স্থাপন ও শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত সংখ্যক পার্ক তৈরির দাবিও জানান তারা।
সংগঠনের সভাপতি কাউন্সিলর মো. আয়াস মিয়ার সভাপতিত্বে এবং উপদেষ্টা শাহ শেরওয়ান মোহাম্মদ কামালীর ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুক্তাববিস উন নূর।
এসময় উল্লেখিত জটিলতা নিরসনে স্থানীয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে যুক্তরাজ্যে বসবাসরত উপশহরবাসীকে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি মতিউর রহমান চৌধুরী, স্থপতি প্রকৌশলী আবু বকর সিদ্দিক এবং সমিতির সদস্য শাহাব উদ্দিন শিশু, ইয়ামিন উধদ্দিন, খসরু জামান খসরু, শাহজান করিম, মুহাম্মদ আব্দুল কুদ্দুস, এনামুল করিম খান, আব্দুল খালিক, কবির আহমেদ বদরুল, কায়সার উদ্দিন, মাহফুজুন নূর মুর্শদ, নাসির উদ্দিন, মিসবা উদ্দিন, কামাল এম সি রহমান ও আবুল হোসেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সাংবাদিক রহমত আলী, মিসবাহ জামাল, সৈয়দ জহুরুল হক, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার রেজাউল করিম মৃধা, এনটিভির সিনিয়র রিপোর্টার মাসুদুজ্জামান, ইকুরা বাংলার হেড অব নিউজ শাহীন খান, সাংবাদিক জয়নাল আবেদীন, এনটিভির সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি







