গাজায় যুদ্ধ নয়, চলছে গণহত্যা: এরদোগান
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১২:০৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: চলমান গাজা সহিংসতাকে শুধু যুদ্ধ নয়, বরং ইসরায়েলের গণহত্যা চলছে। এমন কঠোর অভিযোগ এনেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া আবেগঘন ভাষণে তিনি বিশ্ব নেতাদের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
এরদোয়ান তার ভাষণে বলেন, আমাদের চোখের সামনে গাজায় ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত ২৩ মাসে প্রতি ঘণ্টায় একটি করে শিশু নিহত হয়েছে। এগুলো কেবল সংখ্যা নয়, প্রতিটি একটি প্রাণ, একজন নির্দোষ মানুষ।
তিনি আরও বলেন, এটি মানবতার ইতিহাসে এক অভূতপূর্ব মানবিক বিপর্যয়। ছোট্ট শিশুদের অজ্ঞান করে ছাড়াই অঙ্গচ্ছেদ করা হচ্ছে। এখানে কোনো যুদ্ধ নেই, কোনো দুই পক্ষের সংঘর্ষ নেই; এটি একতরফা আগ্রাসন, গণহত্যা এবং ব্যাপক হত্যাযজ্ঞ।
এ ছাড়া, এরদোয়ান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অন্য দেশগুলোকেও দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিউইয়র্কে উপস্থিত না থাকলেও তুরস্ক ফিলিস্তিনি জনগণের কণ্ঠ হয়ে দাঁড়াচ্ছে, যাদের কথা শোনানো হচ্ছে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে তাকে গাজার যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার নিউইয়র্ক থেকে ফ্রান্সের একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এ কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ম্যাক্রোঁ বলেন, ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামানোর ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে।
তিনি বলেন, একজন মানুষই এ বিষয়ে পদক্ষেপ নিতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ, আমরা যুদ্ধ চালানোর মতো অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করি না, কিন্তু যুক্তরাষ্ট্র তা করছে। এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দেওয়ার পদক্ষেপ প্রত্যাখ্যান করেন।







