৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৬:১৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সরকারি কর্ম কমিশনের ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ ডিসেম্বর। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান বলেন, নির্ধারিত সময়ে ও ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর প্রকাশিত হবে। আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি।
গত ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। লিখিত পরীক্ষা গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেন।






