জাতিসংঘ সম্মেলনে নজরদারি: ৩শ সার্ভার ও লক্ষাধিক সিম জব্দ
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৫:১৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বিপুল সংখ্যক সিমকার্ড ও সার্ভার জব্দ করেছে। এই সরঞ্জামগুলো জাতিসংঘের সদর দপ্তরের কাছেই একটি স্থান থেকে উদ্ধার করা হয়েছে।
সিক্রেট সার্ভিস সন্দেহ করছে যে এই নেটওয়ার্কটি নজরদারি চালানো, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা, বা কোনো অজ্ঞাত স্থানে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হচ্ছিল। বর্তমানে বাংলাদেশসহ শতাধিক দেশের সরকারপ্রধানরা এই সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন।
নিউ ইয়র্ক টাইমস-এর বরাত দিয়ে সিক্রেট সার্ভিসের একজন কর্মকর্তা জানান, জব্দকৃত সামগ্রীর মধ্যে এক লাখেরও বেশি সিমকার্ড এবং ৩০০টি সার্ভার রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে প্রতি মিনিটে ৩০ মিলিয়ন খুদেবার্তা পাঠানো সম্ভব হতো। তবে এটি ঠিক কোন স্থানের সঙ্গে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছিল, তা এখনও অজানা।
ঐ কর্মকর্তা আরও জানান, এত বড় এবং বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা এর আগে কখনো দেখা যায়নি। যদিও সম্মেলনের ওপর সরাসরি কোনো হুমকির নির্দিষ্ট তথ্য নেই, তবুও এটি একটি বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।
ওয়াশিংটনের সাইবার সিকিউরিটি বিশ্লেষক জেমস এ লুইস বলেন, এই ধরনের বিশাল নেটওয়ার্ক তৈরির সক্ষমতা কেবল কয়েকটি নির্দিষ্ট দেশের রয়েছে— যেমন রাশিয়া, চীন এবং ইসরায়েল।
সিক্রেট সার্ভিসের নিউ ইয়র্ক ফিল্ড অফিসের প্রধান এজেন্ট ম্যাট ম্যাককুল একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, তারা এর সঙ্গে জড়িতদের এবং তাদের উদ্দেশ্য শনাক্ত করার জন্য তদন্ত করছেন। তারা খতিয়ে দেখছেন যে, এই নেটওয়ার্কটি বিশ্বনেতাদের সরকারি যোগাযোগে বাধা দেওয়া বা সম্মেলনে বিঘ্ন ঘটানোর জন্য তৈরি করা হয়েছিল কিনা।
তবে, সিক্রেট সার্ভিসের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন, সার্ভার উদ্ধারের সময় সেখান থেকে ৮০ গ্রাম কোকেইন, কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র, কম্পিউটার এবং সেলফোনও পাওয়া গেছে।







