দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে বাংলা স্কুল এন্ড কালচার সেন্টারের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০:৪২ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার প্রভিন্সিয়াল রাজধানী কিম্বার্লিতে বাংলা স্কুল এন্ড কালচার সেন্টারের ৭ম শাখার উদ্বোধন হয়েছে। স্থানীয় সময় শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী।
আফ্রিকা কিম্বার্লির বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট আফরুজ উদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আকিক মিয়া।
বাংলা স্কুল এন্ড কালচার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে আফ্রিকাস্থ বাংলাদেশী কমিউনিটির শিশুদের বাংলা ভাষা ও সংস্কৃতির শিক্ষা প্রদান করা হয়। ইতোমধ্যে আফ্রিকায় এর ৬টি শাখা রয়েছে। কিম্বার্লিতে এর ৭ম শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন- এই কিম্বার্লীতে অনেক বাংলাদশী পরিবার রয়েছেন তাদের সন্তান এদেশে জন্ম নিয়েছে। সে বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে কিছুই বুঝেনা। আবার অনেকে আছে শিশু বাচ্চা নিয়ে এখানে এসেছেন বাচ্চার বড় হচ্ছে দেশীয় ভাষা ও সংস্কৃতি ভুলে যাচ্ছে। এই ধরণের বাচ্চাদের বাংলা ভাষা ও সংস্কৃতি শিক্ষা দিতেই কিম্বার্লি বাংলা স্কুল এন্ড কালচার সেন্টারের ৭ম শাখার উদ্বোধন হয়েছে। এখানে সম্পূর্ণ বিনাবেতনে শিক্ষা দেয়া হবে। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য কিম্বার্লিস্থ বাংলাদেশী কমিউনিটির সহযোগিতা কামনা করেন তারা।
এদিকে এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী। তিনি বলেন, শিশুদের মাঝে ছোটবেলায় বাংলা ভাষা ও সংস্কৃতির শিক্ষা দিতে এই ধরনের উদ্যোগ একটি মাইলফলক। যে কোন প্রয়োজনে বাংলাদেশ দুতাবাস পাশে থাকবে। রাষ্ট্রদুত অনুষ্ঠানে শিশু কিশোরদের এর যাবতীয় ষ্টেশনারী বিনামূল্যে বিতরণ করেন। বিজ্ঞপ্তি







