মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:১১:০৭ অপরাহ্ন

সিলেটের মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস সর্বানী অর্জুন বলেছেন, এই কলেজে প্রভাষক হিসেবে আমার শিক্ষকতা শুরু। এরপর আমি উপাধ্যক্ষ এবং দুই টার্মের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। কলেজের একজন প্রশাসক হিসেবে যত ব্যর্থতা সব আমার এবং যত সফলতা সব আমার সহকর্মী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও কোমলমতী শিক্ষার্থীদের। তিনি বলেন, আজকের সংবর্ধনা নেওয়ার কোন যোগ্যতা আমার নেই, তবুও আমার জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এজন্য আমি আমার সকল সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কলেজ আমাকে যে সম্মান দিয়েছে আমি সারাজীবন তা স্মরণ রাখবো।”
গতকাল শনিবার দুপুরে মদনমোহন কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস সর্বানী অর্জুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথা বলেন। শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আলী আহসান পারভেজের সভাপতিত্বে ও ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জুন্নুরাইন চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক গ.ক.ম. আলমগীর, ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান জয়ন্ত দাস, সাবেক অধ্যাপক আশোতোষ দাস, হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক প্রদিপ কুমার দে, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ ও অধ্যাপক ফেরদৌস আরা বেগম। বর্তমান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হামিদ, সুপ্তি চৌধুরী, আদিবা খানম, হুসনেআরা কামালি, বিপ্রেশ রঞ্জন রায়, অমিতা রানী ভদ্র, রেহেনা বেগম, মঞ্জুর হোসেন, রজত কান্তি ভট্টাচার্য, দ্রুব রাজ চৌধুরী, মনিরুল ইসলাম, দৈনিক সংগ্রাম সিলেটের ব্যুরো প্রধান ও কলেজের প্রাক্তন ছাত্র কবির আহমদ, সর্বানী অর্জুনের স্বামী এডভোকেট সুধাকর চৌধুরী, তার একমাত্র ভাই সুপ্রিম কোর্টের আইনজীবী সুদিপ্ত অর্জুন, তার কন্যা ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিসেস সপ্নীলা চৌধুরী তুলতুল, ইসলামী ছাত্র শিবির মদনমোহন কলেজ শাখার সভাপতি মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক কলেজ শাখার সেক্রেটারি আবুল হাশিম জাকারিয়া প্রমুখ। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রসংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া, ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। কলেজ সহায়ক কর্মচারীর পক্ষ থেকে কলেজের তৃতীয় তালার সেমিনার হলে ম্যাডামের ছবিবেষ্টিত বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ঝুলিয়ে রাখা হয়। পরে তার সম্মানে এক মধ্যাহ্ণ ভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি







