নতুন লোগো চূড়ান্ত হয়নি, পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে : জামায়াত
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৪:২৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে, এটা ঠিক। একটা নতুন লোগো আমরা তৈরি করছি। তিন-চারটা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে। কিছু কিছু লোগোকে আমরা এডিট করে একটা চূড়ান্ত জায়গায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ডিসিশন মেকিং ফোরাম আছে, অ্যাপেক্স বডি আছে, সেখানেই এই লোগোটা চূড়ান্ত হবে। চূড়ান্ত হলে তা আমরা আপনাদেরকে জানাব।
মঙ্গলবার দুপুরে মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দলটির সেক্রেটারি জেনারেল বলেন, আমাদের যে লোগোটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমিরে জামায়াতের যে কার্যালয় বসুন্ধরায়, সেখানে তার কক্ষে যেটা সন্নিবেশিত করা হয়েছিল, এটাকেই আমাদের লোগো বলে অনেকে বিবেচনা করেছেন। এই বিবেচনা করাটাকে আমি দোষনীয় মনে করছি না। আমরা ব্যাখ্যা দিয়েছি যে, আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয়। যেটা আপনারা দেখেছেন, ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টালভাবে, পরীক্ষামূলকভাবে ওই লোগোটা ওইদিন মেহমানরা এসেছিলেন, জাস্ট ডেকোরেশনের সময় ওটাকে একটু সেট করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ নট ফাইনাল লোগো।
কেন লোগো পরিবর্তন করা হচ্ছে-এ প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, পরিবর্তন একটা সংগঠনের থাকতেই পারে। সেটা যখন চূড়ান্ত লোগো অফিশিয়ালি ঘোষণা করব, তখন তার ব্যাখ্যা আমরা দেব।
গত রোববার রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের আলাদা দুটি বৈঠকের ছবিতে নতুন লোগো দেখা যায়। ওই লোগোতে দেখা যায় সবুজ পতাকার মধ্যে বই ও উদীয়মান সূর্য; তার ওপর কলম দেখা যায়। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। আগের লোগোতে থাকা আরবিতে লেখা ‘আল্লাহু’ এবং কোরআনের আয়াতের একটি অংশ ‘আকিমুদ্দিন’ নতুন লোগোতে দেখা যায়নি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। তবে সোমবার জামায়াত আমীর শফিকুর রহমানের বসুন্ধরার কার্যালয়ে বসানো লোগোটি সরিয়ে ফেলা হয়।