জকিগঞ্জে নিখোঁজ দোকানীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ৮:৩১:০৩ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মুদি দোকানদার নুমন উদ্দিনের (৫০) মরদেহ তিন দিন পর ধানক্ষেতে পাওয়া গেছে।বুধবার বিকেলে কালীগঞ্জ বাজার সংলগ্ন শায়লা সিটি হসপিটালের পিছনে একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিহতের শালা সুমন আহমদ বলেন, তিন দিন ধরে কোনো খোঁজ না পেয়ে সিলেট র্যাব অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় খবর পেলাম, বোনের স্বামীর মরদেহ ধানক্ষেতে পড়ে আছে।
স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকা- হতে পারে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।






