জামায়াত আমীরের সঙ্গে সুইডেন ও ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ৯:২৫:৫৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন ও ব্রাজিলের রাষ্ট্রদূত। ঢাকার বসুন্ধরায় বুধবার আমীরের কার্যালয়ে দুই রাষ্ট্রদূত আলাদাভাবে সাক্ষাৎ করতে আসেন বলে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সাক্ষাৎ করতে আসেন সকাল ৯টার দিকে। তার সঙ্গে দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিন ছিলেন। দুপুর ১২টায় আসেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। দুই রাষ্ট্রদূত জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।
এসব বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা আমীর এসএম খালিদুজ্জামান ও নর্থ-সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।