শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে বিভ্রান্তি
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৫, ৯:০৭:৩৯ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এবার নি¤œমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ১২ দিনের। এই ছুটি ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে ৭ অক্টোবর শেষ হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষা না নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি।
কোনো-কোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ৯ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন। অনেকে ফোন করে ও মেসেজ দিয়ে অসংখ্য শিক্ষক জানতে চাচ্ছেন তাহলে মাধ্যমিক পর্যায়ে ছুটি কত তারিখ পর্যন্ত?
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী বলেন, মাধ্যমিকে ছুটি ৭ তারিখ পর্যন্ত। ৮ তারিখ থেকে খোলা। শুধুমাত্র ৮ এবং ৯ তারিখে কোন পরীক্ষা না রাখতে বলা হয়েছে। স্কুলের ক্যালেন্ডারে কোন পরিবর্তন আনা হয়নি। এই চিঠিটার উদ্দেশ্য হলো, ৮ এবং ৯ তারিখে কোনো পরীক্ষা থাকবে না। যারা ৯ তারিখ পর্যন্ত ছুটি দিয়েছে তারা ভুল করেছে। এখন তাদেরকে প্রশ্ন করলে তাদের কোনো জবাব নেই।
আর যারা জেনে গেছেন তারা নোটিশ দিয়ে দিয়ে আট তারিখে খুলে ফেলেবেন। এটা উপজেলা শিক্ষা অফিস বা জেলা শিক্ষা অফিস থেকে জানানোর কোন বিষয় নয়। মন্ত্রণালয়ের চিঠি শিক্ষকরা বুঝতে ভুল করেছেন। কনফিউশন থাকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সরাসরি জিজ্ঞেস করে নিতে হবে।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে বলে উল্লেখ আছে। তবে এই ছুটি কোন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এ ছুটির মধ্যে কোনো পরীক্ষা না নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে দেশের অনেক মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ৯ সেপ্টম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিলো। তবে শিক্ষা অফিসগুলোর ব্যাখ্যায় বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শেষ হবে ৭ অক্টোবর এবং কলেজগুলোতে ৯ অক্টোবর পর্যন্ত। এবারের দীর্ঘ ছুটি ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে নির্ধারিত সময়ের বাইরে কেউ যেনো অতিরিক্ত ছুটি না দেয়, সে বিষয়ে শিক্ষা প্রশাসন তদারকি জোরদার করেছে।
উপজেলা শিক্ষা অফিসও ছুটির বিষয়টি স্পষ্ট করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো ইমেইল বার্তায় বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে ৭ অক্টোবর পর্যন্ত, কলেজ বন্ধ থাকবে ৯ অক্টোবর পর্যন্ত একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। ছুটির বিষয়টি তারা প্রথমে সুস্পষ্টভাবে বুঝতে পারেননি। ছুটি ঘোষণার পর বিষয়টি বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় সংশোধনী দিয়ে ৮ অক্টোবর শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আসার আহ্বান জানাচ্ছেন।
এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকছে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত, মোট ৯ দিন। সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজগুলোতে ছুটি সর্বাধিক ১৪ দিন। ১০ ও ১১ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় তা বেড়ে দাঁড়ায় ১৬ দিনে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের এক নির্দেশনায় বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সময়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা গ্রহণ করা যাবে না। যাতে দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়।