সকল ধর্মের মানুষকে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনই বিএনপির লক্ষ্য : ড. এনামুল হক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ৮:৫৭:৪৫ অপরাহ্ন
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উবর ভুমি। এখানে শত বছর ধরে সবধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে আসছে। পতিত ফ্যাসিবাদী সরকার সেই সম্প্রীতিকে বিনষ্ট করে দিয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কারণ বিএনপি সকল ধর্মের মানুষকে নিয়েই মানবিক বাংলাদেশ গঠন করতে কাজ করছে।
তিনি বলেন, ধর্মের কারণে কাউকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার হলে সবাই সমান অধিকার ভোগ করতে পারবে। আগামীতে বিএনপি নির্বাচিত হলে সবাইকে নিয়েই সমৃদ্ধ দেশ গঠনে কাজ করবে।
তিনি শনিবার (৪ অক্টোবর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ দাসপাড়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। স্থানীয় মুরব্বী বিজয় দাসের সভাপতিত্বে ও তরুণ সমাজকর্মী তপন দাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া রেচৗধুরী শাহীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, বাংলাদেশ হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রজত চক্রবর্তী, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজির উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশফাক আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাজন আহমদ রাজু, আব্দুল আহাদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ ও ইউনিয়ন বিএনপি নেতা মিনহাজুর রহমান মুকুল প্রমূখ। বিজ্ঞপ্তি