রাজনৈতিক সহাবস্থান ও সম্প্রীতির সমাজ গড়ার আহবান অধ্যাপক হান্নানের
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৩:০১:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও সিলেট জেলার নায়েবে আমীর এবং সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান দল মত নির্বিশেষে সবাইকে রাজনৈতিক সহাবস্থান ও সম্প্রীতির সমাজ গড়ার আহবান জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন ইতিহাস ঐতিহ্য এবং সম্প্রীতির দিক দিয়ে বিশ্বনাথ-ওসমানীগরের আলাদা সুনাম রয়েছে। তাই আমরা সবাই পারস্পরিক বিরোধ, ক্ষোভ ভুলে দেশ ও সমাজের স্বার্থে এক হয়ে কাজ করতে হবে৷ আমাদের রাজনীতি হবে দেশ ও দশের কল্যাণে। যে যেই দল বা মতের হই না কেন ন্যায় ও দেশের স্বার্থে আমাদের এক হয়ে কাজ করতে হবে৷ আমাদের অনৈক্যের সুযোগে যেন ফ্যাসিবাদ আবারও মাথা তোলার সুযোগ না পায় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। বিজ্ঞপ্তি