ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবি আরিফ-কাইয়ুমের পৃথক কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৮:৫০:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের যোগাযোগ ব্যবস্থার দ্রত প্রতিকার চেয়ে পৃথক কর্মসূচি দিয়েছেন সিলেটের দুই বিএনপি নেতা। এরমধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে রোববার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘণ্টা সিলেট নগরীর দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি যানবাহনে কর্মবিরতি ও প্রতীকী অনশন পালিত হবে।
এছাড়া সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকায় মহাসড়কের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসুচী ঘোষণা করা হয়েছে।
পৃথক কর্মসূচী সফলে দুই নেতার পক্ষ থেকে আলাদাভাবে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার বাসভবনে নগরীর সুশীল সমাজ, শিক্ষক, পরিবহন ও ব্যবসায়ী নেতাসহ সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি সভার আয়োজন করেন। সভায় আরিফুল হকের প্রস্তাব অনুযায়ী রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি চালু এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি অর্ন্তর্বতী সরকারের প্রতি জানানো হয়। এ ছাড়া সিলেটের অভ্যন্তরীণ নাজুক যোগাযোগ ব্যবস্থারও দ্রুত প্রতিকার চাওয়া হয়েছে।
বৈঠক শেষে রাত সাড়ে ১২টার দিকে আরিফুল হক চৌধুরী জানান, প্রতীকী ধর্মঘট চলাকালে নগরের প্রতিটি বিপনী বিতান ও দোকান ব্যবসায়ীরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ঐ এক ঘণ্টা নগরে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে। সিলেটবাসী ঐ দিন নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এক ঘণ্টার জন্য অবস্থান নিয়ে সড়ক দ্রুত সংস্কারের দাবি জানাবেন। পরে ১৫ দিনের জন্য আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ হবে। ওই সময়ের মধ্যে প্রতিকার না পেলে সিলেটবাসী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের নাজুক ও বেহাল অবস্থার প্রতিকার চেয়ে ‘মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকায় মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুল কাইয়ুম চৌধুরী কর্মসূচির বিষয়টি জানিয়েছেন। এতে সিলেটের সর্বস্তরের মানুষ, বিএনপির নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন।
আবদুল কাইয়ুম চৌধুরী জানান, চলাচলে দুর্ভোগের কারণে সিলেটের মানুষ এখন ক্ষুব্ধ। আগে তিন-চার ঘণ্টায় যেখানে সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন সেখানে সময় লাগছে ১৬ থেকে ২৪ ঘণ্টা। দ্রুত এ সমস্যার সমাধানের দাবিতে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেবল বিএনপির নেতা-কর্মীরা নন, ভুক্তভোগী সাধারণ মানুষও কর্মসূচিতে একাত্ম হবেন।