গোয়াইনঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৮:৫৬:২৭ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি দীর্ঘ দেড় যুগ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে সকল ধর্মের মানুষকে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। যেখানে ধর্ম ধর্ম যার যার, রাষ্ট্র সবার থাকবে।
তিনি শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা জলুরমুখ দূর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
স্থানীয় মুরব্বী দসর মেম্বারের সভাপতিত্বে ও লিলমনি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, বিএনপি নেতা আব্দুল মালিক, রাশিদ আলী, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা তরিকুল, ওয়ারিস, ওয়াদুদ, কৃষকদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম, যুবদল নেতা রুমেল, দিদারুল আলম, এয়াহিয়া, শাহরিয়ার আহমেদ মনসুর ও ছাত্রদল নেতা নাসিম আহমেদ প্রমুখ।বিজ্ঞপ্তি