বিশ্ববাজারে ৩ বছরের মধ্যে তেলের দাম সর্বনিম্ন, দেশে উল্টো চিত্র
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৭:৪০:১৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : গত ৩ বছরের মধ্যে ভোজ্যতেলের দাম বিশ্ববাজারে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দেশের ভোজ্যতেলেরর দামের ঠিক উল্টো চিত্র। বিশ^বাজারে দাম বৃদ্ধির অজুহাতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়াই নিজেরা দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। বাড়তি দাম নিয়ে সরকারের বাণিজ্য উপদেষ্টা ও ব্যবসায়ীদের পরস্পরবিরোধী বক্তব্যে বাজারে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এতে খুচরা বিক্রেতারা বাড়তি তেল দামেই বিক্রি করছেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিবেদন অনুযায়ী ভোজতেলের মূল্যসূচক ২০২৫ সালের সেপ্টেম্বরে এক দশমিক দুই শতাংশ কমে ১৬৭ দশমিক ৯ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের জুনের পর সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।
বিশ্বব্যাংকের নিয়মিত মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ২০২২ সাল থেকে সয়াবিন, পাম অয়েল ও সয়াবিন বীজের দাম নিম্নমুখী। ২০২২ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের গড় দাম ছিল এক হাজার ৬৬৭ ডলার। ২০২৩ সালে সেই দর নেমে আসে এক হাজার ১১৯ ডলারে। ২০২৪ সালে তা আরো কমে দাঁড়ায় এক হাজার ২২ ডলারে।
বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে এই তেল বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং যথাসময়ে ব্যাংকের সহায়তা না পাওয়ায় বিশ্ববাজারে দর কমার সুফল পাচ্ছেন না দেশের ভোক্তারা।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবের কথা উল্লেখ করে গত ১৪ অক্টোবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম বৃদ্ধির এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন নির্ধারিত দামে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা এবং পাঁচ লিটার বোতল সয়াবিন তেল ৯৪৫ টাকা। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৭৭ টাকা এবং খোলা পাম তেল ১৬৩ টাকায় বিক্রি হবে।







