মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভালে বাংলাদেশের পণ্য
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৭:২১:৪৬ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার ঐতিহাসিক প্রদেশ মালাক্কার মালাক্কা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার-এ অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল। যেখানে বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশের প্রতিষ্ঠান অংশ নেয়।
১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ বর্ণাঢ্য উৎসবে খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, ট্যুরিজম, ওষুধ, প্যাকেজিংসহ মোট ৯টি ক্লাস্টারে ৪০০টি প্রদর্শনী বুথ স্থাপন করা হয়। মালাক্কা প্রাদেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো এই ফেস্টিভালের আয়োজন করে।
১৮ অক্টোবর উৎসবের উদ্বোধন করেন মালাক্কার মুখ্যমন্ত্রী ওয়াইএবি সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী সিনেটর দাতো’ সেতিয়া ড. মোহাম্মদ নাঈম বিন হাজী মোখতার এবং ব্রæনাই, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ধর্মবিষয়ক প্রতিনিধিদলসহ মালাক্কা রাজ্য সরকারের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ।
বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় আয়োজিত বুথে অংশ নেয় দেশের সুপরিচিত প্রতিষ্ঠান ‘প্রাণ’, যারা তাদের খাদ্য ও পানীয় পণ্যের বৈচিত্র্য প্রদর্শন করে ব্যাপক সাড়া তোলে। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রীসহ অতিথিবৃন্দ বাংলাদেশের স্টল পরিদর্শন করেন।
এ সময় হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও তার সহধর্মিণী ফারজানা নাসরিন অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য-তৈরি পোশাক, পাটজাত ও সিরামিক সামগ্রী, ওষুধ, চামড়া, প্লাস্টিক, খাদ্য ও পানীয়-পরিচিত করিয়ে দেন।







