‘ডেডলাইন’ পেরোলেও খবর নেই ঝুলে আছে চ‚ড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৮:২৩:০৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনের চ‚ড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হলেও কমিশনের অনুমোদন না মেলায় চ‚ড়ান্ত তালিকা এখনো ঝুলে আছে।
ইসি কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে উপজেলা ও জেলা পর্যায়ে দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে স্থানীয়ভাবে ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। তবে মাঠ পর্যায় থেকে তথ্য আসতে দেরি হওয়ায় কেন্দ্রীয়ভাবে তালিকা প্রকাশে দেরি হচ্ছে। এ বিষয়ে মাঠ কর্মকর্তাদের দ্রæত তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য পেলেই কমিশনের অনুমোদন নিয়ে তালিকাটি প্রকাশ করা হবে।
বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে ইসির কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, কয়েকটি অঞ্চলের তালিকা এখনও সচিবালয়ে আসেনি। সে কারণেই দেরি হচ্ছে। এছাড়া কমিশনের সাম্প্রতিক নানা বড় কর্মসূচি থাকায় কিছু কাজ বিলম্বিত হয়েছে বলেও জানান তিনি।সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র তৈরি করেন, আর কমিশন সেটি অনুমোদন দেয়।
মাঠ পর্যায়ে চ‚ড়ান্ত তালিকা প্রকাশের বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘কমিশন তো চিঠি জারি করে আমাদের সময় নির্ধারণ করে দিয়েছে। সে অনুযায়ী মাঠ থেকে প্রকাশ করে তা কমিশনকে জানিয়েছে। এখন শুধু সংখ্যাগত চ‚ড়ান্ত একটা তালিকা কমিশন থেকে প্রকাশ করা হবে। আজকালের মধ্যে হয়ে যেতে পারে।’
ভোটকেন্দ্রের চ‚ড়ান্ত তালিকা প্রকাশ দেরি হওয়ার কারণ জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘তালিকা তৈরি হয়ে আছে। কাল-পরশুর মধ্যে প্রকাশ করে দেওয়া হবে। ইতোমধ্যে মাঠ পর্যায় থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। ৪২ হাজারের মতো ভোটকেন্দ্র চ‚ড়ান্ত করা হয়েছে।’
এর আগে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮টি। বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। সে হিসেবে গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র রাখা হয়েছে। এ হিসেবে ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
পুরুষদের জন্য প্রতি ৬০০ জনের জন্য একটি কক্ষ ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ, আর নারীদের জন্য প্রতি ৫০০ জনের জন্য একটি কক্ষ ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। চ‚ড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের পর কেন্দ্রের সংখ্যা কিছুটা কমতে বা বাড়তে পারে। ২০ অক্টোবর চ‚ড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।







