৪২ হাজার ৭৬১ কেন্দ্রে ভোট গ্রহণ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ২:০০:১৫ অপরাহ্ন
সম্পূরক তালিকায় ভোটার ১২ কোটি ৬৩ লাখ

জালালাবাদ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকাও প্রকাশ করেছে ইসি। ফলে নির্বাচনের দিকে আরেকধাপ এগিয়ে গেল ইসি। অর্ন্তবর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের মধ্য ফেব্রয়ারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসি সচিবালয়ের কর্মকর্তারা বেশ ব্যস্ত সময় পার করছেন। এরই অংশ হিসেবে নির্বাচনের সময় এআইর ব্যবহার ও ফেইক নিউজ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে একাধিক কর্মশালার আয়োজন করেছে ইসি সচিবালয়। ইতোমধ্যে নির্বাচনের বড় দুটি কাজ সম্পূরক ভোটার তালিকা প্রকাশ ও ভোট কেন্দ্র চূড়ান্তকরণের কাজ সম্পন্ন করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
ইসি বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। গত ৩১ আগস্ট প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে।
ইসির তথ্য মতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। পুরুষদের জন্য এক লাখ ১৫ হাজার ১৩৭ এবং নারীদের জন্য এক লাখ ২৯ হাজার ৬০২ কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। গতকাল সোমবার এই চূড়ান্ত এই তালিকা প্রকাশ করে ইসি সচিবালয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্র স্থাপনের খসড়া তালিকা প্রকাশ করে ইসি। খসড়া তালিকায় মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়। সেখানে বলা হয়, পুরুষ ভোটকক্ষ হবে এক লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং মহিলা ভোটকক্ষ হবে এক লাখ ২৯ হাজার ১০৭টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষ দাঁড়াবে দুই লাখ ৪৪ হাজার ৪৬টিতে। সেখান থেকে চূড়ান্ত তালিকায় ১৪৩টি ভোটকেন্দ্র বাড়িয়ে ৪২ হাজার ৭৬১টি করা হয়েছে এবং ভোট কক্ষের সংখ্যা ৬০৩টি বাড়িয়ে দুই লাখ ৪৪ হাজার ৬৪৯টি চূড়ান্ত করা হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা ঠিক করেছি। ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এটাই চূড়ান্ত ভোটকেন্দ্র।
সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল দুই লাখ ৬১ হাজার ৪৭২টি। আসন্ন নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ১৪৩টি বাড়ছে, আর ভোটকক্ষের সংখ্যা কমেছে ১৬ হাজার ৮২৩টি।
এর আগে গত ৩১ আগস্ট সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করে ইসি সচিবালয়। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন। ইসির তথ্য মতে, গত ৩১ আগস্ট পর্যন্ত হালনাগাদ করা ভোটার তালিকায় মোট ১ লাখ ৩৭ হাজার ৬৪২ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন এবং হিজড়া ৬ জন। অন্যদিকে কর্তন করা হয়েছে ১ হাজার ৩৮ জন ভোটারকে। এর মধ্যে পুরুষ ৬৫৩ জন এবং নারী ৩৮৫ জন।
ইসির দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ২ মার্চ দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর ৩০ জুন পর্যন্ত অন্তর্ভুক্ত ভোটারদের সম্পূরক খসড়া ভোটার তালিকা গত ১০ আগস্ট প্রকাশ করা হয়। এ সময় মোট ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার অন্তর্ভুক্ত করা হয়। যার মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন পুরুষ, ২৭ লাখ ৭৬২ জন মহিলা এবং ২৫১ হিজড়া ভোটার অন্তর্ভুক্ত হয়। আর অন্তর্ভুক্ত এই ভোটার থেকে মোট ২১ লাখ ৩২ হাজার ৫৯০ ভোটার কর্তন করা হয়। এর মধ্যে ১২ লাখ ২৪ হাজার ৯০২ পুরুষ, ৯ লাখ ৭ হাজার ৬৬৭ জন মহিলা ভোটার এবং ২২ হিজড়া ভোটার কর্তন করা হয়।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এবার মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে একটি গত ২ মার্চ ও অন্যটি ১০ আগস্ট প্রকাশ করা হয়েছে। আরেকটি হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা নিয়ে। ইসি সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করা হবে এবং এটিই নির্বাচনের আগের ফাইনাল তালিকা।







