পোশাক শিল্পে অস্থিতিশীলতা তৈরির শঙ্কা বিজিএমইএ’র
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৭:৫৪:১৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বর্তমান শ্রম আইন অনুযায়ী ৫০ জন শ্রমিক মিলে কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করতে পারে। অন্তর্বর্তী সরকার স¤প্রতি ‘বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ ২০২৫’ নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এ সংখ্যা কমিয়ে ২০ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অন্তঃদ্ব›দ্ব ও শিল্পে অস্থিতিশীলতা তৈরি করবে বলে মনে করছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার (২৮ অক্টোবর) উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান এসব কথা বলেন। তিনি বলেন, এটা বাস্তবতা বিবর্জিত। মাত্র ২০ জন শ্রমিক দিয়ে একটি ইউনিয়ন গঠন করা হলে কারখানাগুলোতে এমন ব্যক্তিরা ট্রেড ইউনিয়ন করবেন, যারা ওই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট নন। এর ফলে শিল্পে অস্থিরতা তৈরি হবে। এতে বিনিয়োগকারীদের আস্থা কমবে এবং উদ্যোক্তারা নতুন প্রতিষ্ঠান স্থাপন বা পরিচালনায় নিরুৎসাহিত হবেন।
বিজিএমইএ বলছে, শ্রম আইন এমন হওয়া উচিত যা শ্রমিক ও শিল্প উভয়ের জন্য ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত হয়। সার্বিক অবস্থা বিবেচনা করে অনুমোদিত বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ পুনর্বিবেচনা করা হোক। বিজিএমইএ দাবি, শিল্প, শ্রমিক ও অর্থনীতির বাস্তব চাহিদা বিবেচনায় নতুন আইন প্রণয়ন করতে হবে। যাতে আইন যেন শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা নষ্ট না করে, বরং টেকসই উন্নয়নকে সমর্থন করে।







