শেখ হাসিনাকে ফেরত ইস্যূতে জবাব দেয়নি ভারত
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৮:০৭:২৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: আমরা আইনি দিক পালন করেই শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চেয়েছি। তারা (ভারত) কোনও জবাব দেয়নি। তারা তাদের দিক থেকে দেখতে থাকুক। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার এ কথা বলেন।
এদিকে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে সম্প্রতি দিল্লিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ – ডিকাব সদস্যদের সাথে মতবিনিময় হয়। সেখানে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনি দিক তারা পরীক্ষা-নিরীক্ষা করবে। আপনাদের কিছু জানিয়েছে কি তারা?
এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা আইনি দিক পালন করেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। তারা কোনও জবাব দেয়নি। তারা তাদের দিক থেকে দেখতে থাকুক।’ তিনি আরও বলেন, ‘তবে আপনারা যারা গিয়েছিলেন, তাদের বিষয়ে আমার একটা পর্যবেক্ষণ আছে। যেহেতু আপনি প্রশ্নটি তুললেন, তাই বলছি।’ ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের মুখে একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন, তিনি বলেছিলেন, ‘তারা বাংলাদেশে আগামীতে একটি স্বছ- নিরপেক্ষ নির্বাচন চান। তবে, আপনাদের বলা উচিৎ ছিলো গত ১৫ বছরে আপনারা (ভারত) এই প্রশ্ন তোলেননি কেন? আগের নির্বাচনগুলো কি সঠিক ছিল? তিনি ( ভারতের পররাষ্ট্র সচিব) নিজে থেকেই এই সুযোগটি দিয়েছিলেন। কিন্তু আপনারা প্রশ্নটি করেননি।’
ইসলামী বক্তা জাকির নায়েক বাংলাদেশে আসছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জাকির নায়েককে দাওয়াত দেয়া হয়েছে কি না, সেটা আমি শুনিনি। আমার জানা নেই।’জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের পরিবর্তে নতুন যিনি বাংলাদেশের জন্য মনোনীত হয়েছেন, তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটুকু আপনাদের বলতে পারি, বাংলাদেশে সমস্যা সৃষ্টি হয়, এমন কেউ এখানে আসবে না। এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না।’







