সুনামগঞ্জে বালু উত্তোলকারী লিমপিড’র বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৬:০৩:১৫ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড-এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন নদী তীরবর্তী জমির মালিক গোলাম হোসেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি বিশ্বম্ভরপুর আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এজাহার সুত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও মৌজার আদাং এলাকায় ধোপাজান নদীর তীরে গোলাম হোসেনের ২.৪০ একর রেকর্ডীয় জমি রয়েছে। চলতি মাসে লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি বিআইডবিøউটিএ’র কাছ থেকে বিধিবহির্ভ‚তভাবে মাত্র ৬৬ লাখ টাকায় ভিটমাটি উত্তোলনের অনুমোদন নিলেও, তারা অনুমোদনের সীমা অতিক্রম করে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।
২০১৮ সাল থেকে পরিবেশবাদী সংগঠন বেলা’র দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় বালু ও পাথর মহাল ইজারা কার্যক্রম স্থগিত রাখে। তবুও আদালতের আদেশ অমান্য করে রাতের আঁধারে লিমপিড কোম্পানি শতাধিক ড্রেজার দিয়ে কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে। এতে নদী তীরবর্তী জমি, বসতঘর ও বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
অভিযোগকারী গোলাম হোসেন বলেন, লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি ভিটমাটির অনুমোদন নিয়ে এখন খনিজ বালু লুট করছে। আমাদের জমি থেকে প্রতিরাতে বালু তোলা হচ্ছে, এতে জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাধা দিতে গেলে আমাদের হুমকি দেওয়া হয়। তাই আমি আদালতের শরণাপন্ন হয়েছি।
মামলার আইনজীবী নাজমুল হুদা হিমেল বলেন, আদালত অভিযোগটি গ্রহণ করে সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশা করি, ভুক্তভোগী দ্রæত আইনি সহায়তা পাবেন।







