জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফি কমছে
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৬:৪৬:০২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৯ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য, শিক্ষার্থীদের প্রতিনিধি, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার পর পরীক্ষার ফি হ্রাসের প্রস্তাব গৃহীত হয়।
জনসংযোগ দপ্তরের পরিচালক আরও জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ বিষয়ে চ‚ড়ান্ত ঘোষণা দেওয়া হবে। যেহেতু অনেকে ইতোমধ্যে চলমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাই ফি কমানোর সিদ্ধান্তটি অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং আগামী অন্যান্য পরীক্ষাগুলো থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।







