গোয়াইনঘাটে খুনের ঘটনায় গ্রেফতার ৬
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৭:১৪:৩৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটের আহারকান্দি এলাকায় সংঘর্ষে আল আমীন নিহতের ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃতরা হলো- লাঠিগ্রামের নাজমুল ইসলাম মুনা (২০), শাহ আলম (২৫), আবিদ হোসেন জুবায়ের (২০), শাহাবউদ্দিন (২৪) ও ঠাকুরবাড়ি গ্রামের হুসনা বেগম ও নূর হোসেন খোকা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।
বুধবার সকালে আহারকান্দি এলাকায় জমি নিয়ে সংঘর্ষে নূর হোসেন খোকা ও মাহমুদ আলী গ্রæপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে ১০ জন আহত হন। ঠাকুরবাড়ি গ্রামের আহত আল আমীন (৩০) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই জামিল আহমদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা রুজু করেন। বৃহস্পতিবার বাদ এশা আহারকান্দি মাদরাসা মাঠে আল আমিনের জানাযা অনুষ্ঠিত হয়।







