জালালাবাদ গ্যাসে ই-রিটার্ন দাখিল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৭:১৬:১১ অপরাহ্ন

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি: সিলেটের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার কর প্রশাসনকে যুগোপযোগী ও জনবান্ধব করার লক্ষ্যে ডিজিটাল ব্যবস্থাপনা প্রবর্তন করেছে। এরই ধারাবাহিকতায় ই-রিটার্ন দাখিল ব্যবস্থা করদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগ কর দাখিল প্রক্রিয়াকে যেমন সহজ ও সময়সাশ্রয়ী করেছে, তেমনি কর ব্যবস্থাপনায় এনেছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন।
তিনি বলেন, করদাতারা যাতে ঘরে বসেই সহজে রিটার্ন দাখিল করতে পারেন, সেজন্য কর কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে এবং জনগণকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণ ও প্রচারণা চালাতে হবে। ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া শুধু সময় বাঁচায় না, বরং ভুল-ত্রæটির সম্ভাবনাও কমিয়ে আনে।
বৃহস্পতিবার সকালে জেজিটিডিএসএল সিলেটের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে সিলেট জেজিটিডিএসএল এর এইচ আর ডিপার্টমেন্ট প্রশাসক ডিভিশন আয়োজিত ই-রিটার্ন দাখিল বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনবিআর ঢাকার ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের প্রোগ্রামার মো. মোস্তফা নুরুল ইসলাম, ঢাকা ট্যাক্স জোন-২ এর সহকারী প্রোগ্রামার এ কে এম আহসান হাবিব। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি







