লিডিং ইউনিভার্সিটির সিএসই স্নাতক শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৭:৩৪:৪১ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের স্নাতক (সম্মান) শেষবর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এ সময় তিনি শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার গঠনে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন, আধুনিক প্রযুক্তিগত অগ্রগতিতে কম্পিউটার সায়েন্স বা আইটিতে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বেড়েই চলছে। তাছাড়া চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যারা কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তাদেরকে সাধারণত নিয়োগকর্তারা অগ্রাধিকার দিয়ে থাকেন। সেজন্য এ বিষয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করার জন্য সিএসই বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের এ মতবিনিময় একাডেমিক অগ্রগতি, ভবিষ্যত উন্নয়ন এবং শিক্ষায় প্রযুক্তির ভ‚মিকার প্রতি শিক্ষার্থীদেরকে আরো উৎসাহিত করবে।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং সিএসই বিভাগের মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি







