দক্ষিণ সুরমা ইমাম সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৭:৫৬:১৪ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে ‘টেকসই উন্নয়ন নিশ্চিতে নৈতিকতার অপরিহার্যতা’ শীর্ষক ইমাম সম্মেলন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি হাফিজ মাওলানা লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এমদাদুল হক ও প্রচার সম্পাদক হাফিজ মুফতি আব্দুর রহমান রাহমানীর যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় মহাসচিব ও ইমাম প্রশিক্ষণ একাডেমি, ঢাকার উপ-পরিচালক (প্রশাসন) মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জেলা সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়া, ইসলামিক ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা মুফতি মোঃ আব্দুল আজিজ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, জেলা মসজিদ পাঠাগার সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, উপজেলা মডেল মসজিদের খতীব মাওলানা ইউনুস আলী, উপজেলা কোষাধ্যক্ষ মাওলানা মুফতি সুহাইল রহমানী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে আমরাও অংশীদার-ইমাম মুয়াজ্জিন সার্ভিস রুলস আমাদের ন্যায্য অধিকার। বক্তারা ইমাম-মুয়াজ্জিনদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের দাবিতে সরকারের প্রতি আহŸান জানিয়ে বিভিন্ন ন্যায্য দাবী উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি







