নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস সেশন
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৮:০৫:৫৭ অপরাহ্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ইউএনডিপি ফিউচারনেশন কর্তৃক আয়োজিত দিনব্যাপী এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এনইইউবির অডিটরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ও বিডার সাবেক পরিচালক জুলিয়া জেসমিন মিলি।
অনুষ্ঠানে সেশনের সূচনা বক্তব্য প্রদান করেন ইউএনডিপির রিজিওনাল স্কিলস হাব ফ্যাসিলিটেটর আব্দুল হক কুরাইশি। এছাড়াও ইউএনডিপি ফিউচারনেশন এর স্বেচ্ছাসেবক মো. আশরাফুল, মো. আরিফুর ইসলাম হিমেল, সৈয়দা তাহুরা করিম, মো. ওয়াহিদুল আওয়াল সানি এবং শিবানী বৈদ্য উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দও সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষ থেকে জুলিয়া জেসমিন মিলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।সভায় প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল তার বক্তব্যে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও চাকরির যোগ্যতা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন।
অনুঠানের প্রধান বক্তা জুলিয়া জেসমিন মিলি তার বক্তব্যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বিষয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাদের জীবনের লক্ষ্য সম্পর্কে মতামত শোনেন এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনডিপি ফিউচারনেশনের স্বেচ্ছাসেবক মো. ওয়াহিদুল আওয়াল সানি। বিজ্ঞপ্তি







