কার্তিকের মধ্যভাগেও গরমের দাপট
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৮:১৫:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: কার্তিক থেকে বাংলা ঋতুচক্রে হেমন্তের শুরু। এই সময় বাংলার প্রকৃতি থেকে বিদায় নিতে শুরু করে গরম। ভোরে আর সন্ধ্যার দিকে বিরাজ করে হালকা হিমেল আমেজ। জানান দেয় শীতের আগমনী বার্তার। কিন্তু আজ কার্তিকের পনেরো তারিখে এসেও সেই ভাদ্রের মতো ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সিলেটে শীতের কোনো নমুনাই দেখা যাচ্ছে না। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল বৃহস্পতিবার সিলেট সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
গরমের কারণে অস্বস্তিতে পড়েছেন লোকজন। চায়ের রাজধানী সিলেটে এই সময়ে এসে এরকম গরমে অনেকেই বিস্মিত। এজন্য তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান।







