শনিবার হচ্ছে না সিলেট চেম্বার নির্বাচন!
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৮:৪২:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বহুল প্রতিক্ষিত সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে না শনিবার। বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া স্থগিতাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের সার্টিফাইড কপি এসে না পৌঁছায় নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার চেম্বারের নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই চেম্বারের নির্বাচন স্থগিতের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট চেম্বারের নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হলো।
পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট দায়ের করে সিলেট ব্যবসায়ী ফোরাম ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। শুনানী শেষে গত বুধবার (২৯ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া স্থগিতাদেশ অবৈধ ঘোষণা করে শনিবার (১ নভেম্বর) নির্বাচন আয়োজনে বাঁধা নেই মর্মে রায় প্রদান করেন হাইকোর্টের একটি বেঞ্চ। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্টের দেওয়া রায়ের সার্টিফাইড কপি নির্বাচন কমিশনের কাছে না পৌঁছায় আগামীকাল শনিবার (১ নভেম্বর) নির্বাচন আয়োজন করতে পারছে না নির্বাচন কমিশন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট চেম্বার নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জালালাবাদকে বলেন, আমরাও এখনো হাইকোর্টের রায়ের সার্টিফাইড কপি পাইনি। আদালতের আদেশের কপি পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আদালতের আদেশের কপি না পাওয়ায় আপাতত আগামীকাল শনিবার (১ নভেম্বর) সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
উল্লেখ্য, আগামীকাল ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট ব্যবসায়ী ফোরাম ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।







