বাংলাদেশের কর-জিডিপি নিয়ে উদ্বেগ আইএমএফের
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৮:৪৭:১২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় বাংলাদেশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করলেও রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি থাকায় দেশের কর-জিডিপি অনুপাত নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক শেষে এই পর্যবেক্ষণ জানানো হয়।
ক্রিস পাপাজর্জিউয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময়ে তারা বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনায় বসবে। বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক বলেন, আইএমএফ দেশের রিজার্ভ পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন, আইএমএফ সন্তুষ্ট যে আমাদের রিজার্ভ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রয়েছে। তাদের মানদÐ অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর মাসে আমাদের নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল ১৮ বিলিয়ন ডলার এবং ডিসেম্বর মাসে সেটি ১৯.৯ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। বর্তমানে আমাদের নিট রিজার্ভ রয়েছে ২০.৫ বিলিয়ন ডলার।
তিনি যোগ করেন, কেন্দ্রীয় ব্যাংক আইএমএফ দলকে জানিয়েছে যে সা¤প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতির প্রবণতা নি¤œমুখী। বাংলাদেশ ব্যাংকের ওই নির্বাহী পরিচালক বলেন, আইএমএফ প্রতিনিধিরা এই উন্নতির বিষয়টি স্বীকার করেছেন, তবে এই ধারা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংককে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।
তবে আইএমএফের প্রতিনিধিদল বাংলাদেশের কর-জিডিপির নিম্ন অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানান তিনি। তারা একে অন্যতম কাঠামোগত দুর্বলতা হিসেবে উল্লেখ করেছে, যা দেশের রাজস্ব সক্ষমতাকে ক্রমাগত সীমিত করে রাখছে।
গতকাল বৃহস্পতিবার ডেপুটি গভর্নর নূরুন নাহারের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে চলমান সংস্কার কার্যক্রম ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে ছিল তারল্য-সংকটে থাকা ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা, ঝুঁকিভিত্তিক তদারকি বাস্তবায়ন, কয়েকটি ব্যাংকে আমানত উত্তোলনে বিধিনিষেধ এবং একীভূত ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য।







