শাবিতে তথ্য হালনাগাদ বিষয়ক আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৮:৫৭:০৭ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫, সংশোধিত এপিপি প্রণয়ন, র্যাংকিং সংক্রান্ত বিষয় ও পোর্টালে তথ্য হালনাগাদ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটসমূহের পরিচালক, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, সাস্ট র্যাংকিং কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সদস্য প্রমুখ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক সংক্রান্ত ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, এপিপি প্রণয়নের সর্বশেষ সংশোধনী, বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়ন এবং ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য সময়মতো হালনাগাদের গুরুত্বারোপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজ্ঞপ্তি







