মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত কালামের স্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৯:০৩:০৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া চাকরি পাচ্ছেন মেট্রোরেলে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ। তিনি জানান, আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নেওয়া হবে।
গত রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড আবুল কালামের ওপরে পড়লে তিনি ঘটনাস্থলে মারা যান। ওই দিনই নিহত কালামের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারের এক সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।






