তফসিলের পর প্রশাসনে বড় রদবদল : ইসি
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৯:০৪:১৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে ‘বড়’ রদবদলের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বদলি নিয়ে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তফসিল ঘোষণার পর আমরাও সেভাবে জানাব।
আখতার আহমেদ বলেন, মাঠ প্রশাসনের যে সমস্ত বদল হবে সেটা প্রাথমিকভাবে এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজস্ব পরিপ্রেক্ষিতে কাজ করছে। পরবর্তীতে যখন নির্বাচনের তফসিল হবে, তাদের সেভাবে জানাব।







