বিশ্বের আকাশচুম্বী ভবন মালয়েশিয়ার মেরদেকা
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৭:০৭:০০ অপরাহ্ন
কুয়ালালামপুর প্রতিনিধি:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গর্বের প্রতীক মেরদেকা ১১৮ টাওয়ার অর্জন করেছে এক অনন্য বিশ্বস্বীকৃতি। বিশ্বের অন্যতম শীর্ষ নগর স্থাপত্য সংস্থা কাউন্সিল অন ভার্টিক্যাল আরবানিজম ভবনটিকে দিয়েছে ‘বিশ্বের শ্রেষ্ঠ আকাশচুম্বী ভবন (৩০০ মিটার ও তার বেশি)’ খেতাব।
এই স্বীকৃতির মধ্য দিয়ে মালয়েশিয়া শুধু দক্ষিণ-পূর্ব এশিয়াতেই নয়, বরং বিশ্ব স্থাপত্যের মানচিত্রেও নতুনভাবে নিজেদের উপস্থিতি জানান দিল। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয় কানাডার টরন্টোতে অনুষ্ঠিত কাউন্সিল অন ভার্টিক্যাল আরবানিজম ২০২৫ অ্যাওয়ার্ডস সেরিমনিতে, যেখানে বিশ্বজুড়ে অসাধারণ স্থাপত্য ও নগর নকশার কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয়।
৬৭৮.৯ মিটার উচ্চতার মেরদেকা ১১৮ বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ ভবন। এটি কেবল একটি স্থাপত্য নয়Ñ বরং মালয়েশিয়ার অগ্রযাত্রা, ঐতিহ্য ও জাতীয় গৌরবের প্রতীক।
প্রকল্পটির বিকাশকারী এক বিবৃতিতে জানিয়েছে, মেরদেকা ১১৮-এর নকশা, প্রকৌশল উদ্ভাবন এবং পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গিই এই স্বীকৃতির মূল কারণ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক তেংকু আব. আজিজ তেংকু মাহমুদ বলেন, এই স্বীকৃতি মালয়েশিয়ার জন্য এক বিরাট সম্মান। আমাদের লক্ষ্য ছিল শুধু একটি উঁচু টাওয়ার নির্মাণ নয়, বরং এমন একটি স্থান তৈরি করা যা ঐতিহ্যকে ধারণ করবে, মানুষকে সংযুক্ত করবে এবং টেকসই উন্নয়নের অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, মেরদেকা ১১৮ স্বাধীনতার চেতনার প্রতীকÑ এটি আমাদের শক্তি, ঐক্য ও ভবিষ্যতের প্রতি আশাবাদকে প্রতিফলিত করে।







